চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
‘২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলাকারী বিএনপি-জামাত ষড়যন্ত্রকারী, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এদের ক্ষমা নাই’ এ শ্লোগানে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর শহরের শপথ চত্বর মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মো. হেলাল হোসাইন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, জাহাঙ্গীর হোসেন বেপারী, অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, ফারুক হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক রণজিৎ সাহা মুন্না।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন রাসেল, মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুজন চন্দ্র দে, ধর্ম সম্পাদক মারুফ আনাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম খান ইবু , যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, সদস্য মো. রাইসুল ইসলাম শুভ্র, মো. জাকির হোসেন, মনির হোসেন, আল আমিন পাটওয়ারী, রুবেল হোসেন, ইফতেখার হারুন, আরিফ বেপারি, ফয়সাল সিকদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আশিকুর রহমান ভূঁইয়া কিরন, মো. ইমাম হোসেন গাজী, মো. নিশান, মো. হাবিব খান, মো. মুকুল পাটওয়ারী, মো. খলিলুর রহমান, আল ইমরান সোহাগ, অর্জুন কুন্ড অপু, বিজয় নাগসহ আরো অনেকে।
১৮ আগস্ট, ২০২১।