স্টাফ রিপোর্টার
চাঁদপুরে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ মার্চ) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশ, এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ ও এসএটিভির চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩ বছরেই দেশ রূপান্তর পাঠকের মনে জায়গা করে নিয়েছে। দেশব্যাপী বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে পাঠকের সংবাদ চাহিদা পূরণ করে চলছে। অতীতে এত অল্প সময়ে দেশের খুব কম সংখ্যক দৈনিক পাঠকের মনে জায়গা করতে পেরেছে। শুধু চাঁদপুর নয়, সারা দেশে পাঠকের আস্থায় দেশ রূপান্তর।
তারা বলেন, শুরু থেকেই চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরছে দেশ রূপান্তর। আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে চাঁদপুরের উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রণী ভ‚মিকা পালন করবে। দেশ রূপান্তর গঠনমূলক সংবাদ প্রকাশ করে দেশের অগ্রযাত্রার পথ প্রদর্শক হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, দেশ রূপান্তরের হাজীগঞ্জ উপজেলা সংবাদদাতা মেহেদী হাসান পাপ্পু, দৈনিক ইকোনমির চাঁদপুর প্রতিনিধি এইচএম নিজাম, দৈনিক শপথের স্টাফ রিপোর্টার রুবেল, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, দৈনিক চাঁদপুর সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ বাদশা ভূঁইয়া প্রমুখ।
০৭ মার্চ, ২০২২।