মোহাম্মদ হাবীব উল্যাহ্
ইলিশের বাড়ি চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন কামরুল হাসান। বুধবার (১ জুন) দুপুরে তিনি অঞ্জনা খান মজলিশের স্থলাভিষিক্ত হয়ে তাঁর প্রথম কর্মদিবসের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেকের একান্ত সচিব (উপ-সচিব) পদে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
এ দিন দুপুরে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার। এ সময় প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা প্রশাসনের সব কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা করেন।
এর আগে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সহ-সভাপতি রহিম বাদশা ও এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাশিপুর উপজেলায়। ৪ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি দুই সন্তানের জনক। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তা স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।
এর আগে কামরুল হাসান সিনিয়র সহকারী সচিব পদে বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টে (বিয়াম একাডেমি) কর্মরত ছিলেন। মাঠ পর্যায়ে তিনি ফরিদপুরের নগরকান্দা ও রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, জেলা পর্যায়ে জেলা প্রশাসক সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কেন্দ্রিয় সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো তদারকি করেন। এছাড়া সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন।
০২ জুন, ২০২২।