চাঁদপুরে নবাগত সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

শাহ্ আলম খান
চাঁদপুরে নবাগত সহকারী পুলিশ সুপার হিসেবে শেহরিন আলম প্রভি যোগদান করেন। গত ১৬ জানুয়ারি তিনি শিক্ষানবিস হিসেবে চাঁদপুরে যোগদান করেন। শেহরিন আলম প্রভি ৩৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। গত সোমবার চাঁদপুর সদর মডেল থানায় পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মো. মনির আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার শেহরিন আলম (প্রভি) শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার আদাশন গ্রামে মেয়ে শেহরিন আলম। তার স্বামী জহিরুল ইসলাম সুনামগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
২৬ জানুয়ারি, ২০২১।