স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে অংশ নেন সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং বিচার বিভাগসহ আইনজীবীরা। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্য চাঁদপুর আদালত চত্বরে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
জেলা জজ শীপ, জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটশীপের পক্ষ থেকে আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করা হয়। রোববার (২৭ অক্টোবর) সকালে বিচার বিভাগের আয়োজনে আদালত চত্বরেই এই কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, জেলা জজ আদালতের (প্রসিকিউটর) পিপি অ্যাড. কুহিনূর বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মাইনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রিপন, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাড. নুরুল হক কমলসহ চাঁদপুরের বিচার বিভাগের কর্মরত বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবী সমিতির সদস্যরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সহযোগিতা ছিলেন বিডি ক্লিনিক চাঁদপুরের সদস্যরা।
পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের নেতৃত্বে অনুষ্ঠানের অতিথিসহ আদালত চত্বরসহ আশপাশের বিভিন্ন ঝোপ-ঝাড় কেটে ও মাঠের ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়।
২৮ অক্টোবর, ২০২৪।
