নৌ-পুলিশের সাথে জেলেদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ
সাইফুল ইসলাম

চাঁদপুরে নৌ-পুলিশ জেলে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২ পুলিশ ও ২ জেলে মারাত্মকভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ৯ জেলেকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে চাঁদপুর হরিণা নৌ-ফাঁড়ির আইসি নাসিম জানান, ২৮ মার্চ রাত ৩টায় চাঁদপুর নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নির্দেশে জাটকা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে ইব্রাহীমপুর ইউনিয়নের দোকানঘরের পশ্চিম পাশের মেঘনা নদী থেকে ৯ জেলেকে আটক করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ জেলে পালিয়ে যায়। জেলেদের ধরতে গেলে তাদের নিক্ষেপকৃত চাক্তির আঘাতে হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মো. শহিদুল ইসলাম ও কনস্টেবল মো. ফয়জুল কবির রাহাদ আহত হন। আটক জেলেদের মধ্যে মো. আল আমিন ছৈয়াল (২৭) ও মো. তাজুল ইসলাম (২৫) পালানোর চেষ্টাকালে তাদের নৌকায় পরে গিয়ে আহত হয়। পুলিশ সদস্য দু’জন ও আহত জেলেদের চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আটক জেলেরা হচ্ছে- ১। সিদ্দিক আলী, (পিতা রশিদ হাওলাদার, সাং- বলিয়ারচর, দেওয়ানকান্দি, ৭নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ^র), ২। ঈমান হোসেন প্রধানিয়া, (পিতা মৃত জহিরুল হক প্রধানিয়া), ৩। মো. মোকসেদ আলী দেওয়ান, (পিতা আবদুল জলিল দেওয়ান), ৪। মো. জয়নাল আবেদীন, (পিতা মনির হোসেন সরকার), সর্বসাং- মুগাদী, দেওয়ান কান্দি, (হাসান আলী মোম্বার বাড়ির পাশে), রাজরাজেশ^র, ৫। মো. কামাল হোসেন ছৈয়াল, (পিতা মৃত সেকান আলী ছৈয়াল, সাং- চোকদার কান্দি, হাসান আলী মেম্বার বাড়ির পাশে, রাজরাজেশ^র), ৬। মো. বিল্লাল মাল, (পিতা মো. সাদেক মাল, সাং- মুগাদী, মাল কান্দি, রাজরাজেশ^র), ৭। সাইফুল ইসলাম, (পিতা শাহ আলম সরদার, সাং- উত্তর টিলাবাড়ি, (আলী হোসেন ছৈয়াল বাড়ির পাশে), চাঁদপুর পৌরসভা, ৮। মো. আল আমিন ছৈয়াল, (পিতা মো. ছাদেক আলী ছৈয়াল, সাং- সরকার কান্দি, (ছৈয়াল বাড়ি), ইউনুস সরকার বাড়ির পূর্ব পাশে, উত্তর তারাবুনিয়া, সখিপুর, শরীয়তপুর) এবং ০৯। মো. তাজুল ইসলাম, (পিতা মো. ইউসুফ মিঝি, সাং- ঈশানবালা, নীলকমল ইউনিয়ন, হাইমচর, চাঁদপুর।
পলাতক জেলেরা হচ্ছে- ১। জমির ছৈয়াল, ২। আল আমিন, ৩। কবির, ৪। তানজিল ও ৫। মো. আশিক।
এছাড়া ১ লাখ মিটার অবৈধ জাটকা কারেন্ট জাল, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা এবং ইঞ্জিনচালিত ৩টি নৌকা, যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা জব্দ করা হয়।
২৯ মার্চ, ২০২১।