মোট আক্রান্ত ৮৭৪
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ৮ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ৩ জন, মতলব উত্তরে ৩ জন, মতলব দক্ষিণে ১ জন এবং হাইমচরে ১ জন রয়েছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ পুলিশ লাইনের ৮ সদস্য রয়েছেন। চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮শ’ ৭৪ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৫৭ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ১শ’ ৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৮টি পজেটিভ, বাকি ৮৭ নেগেটিভ।
জেলায় ৮৭৪জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৩শ’ ২৯, শাহরাস্তিতে ১শ’, মতলব দক্ষিণে ৯৬, হাজীগঞ্জে ৯০, ফরিদগঞ্জে ৮৪, হাইমচরে ৭০, কচুয়ায় ৪০ এবং মতলব উত্তরে ৬৫জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৫৭জনের মধ্যে হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৪জন এবং মতলব দক্ষিণে ২ জন।
৩০ জুন, ২০২০।