স্টাফ রিপোর্টার
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক বাংলাদেশের খবরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন।
বাংলা নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী ও চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মহিউদ্দিন আল-আজাদ।
এসময় উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ স্থানীয় ও জাতীয় দৈনিকের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা দৈনিক বাংলাদেশ খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। পত্রিকাটি প্রতিযোগিতার বাজারে নিজস্ব গতিতে ভাল ভূমিকা রেখে আসছেন। আসামি দিনেও দেশের উন্নয়ন, সফলতা ও সমৃদ্ধি নিয়ে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের কথা বলবে এমন প্রত্যাশা ব্যাক্ত করেন।
১১ অক্টোবর, ২০২১।