
করোনা ভাইরাস প্রতিরোধে
স্টাফ রিপোর্টার
‘করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্ক নয়, চাই সচেতনতা’ এই শে¬াগানে ব্র্যাক চাঁদপুরের পক্ষ থেকে শহরের ৩টি গুরুত্বপূর্ণ স্থান কালীবাড়ি, পালবাজার ও ওয়ারলেসে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক চাঁদপুর ১ আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. জহিরুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. মনির উদ্দিন, ব্র্যাক জেলা স্বমন্বয়কারী মো. জিয়াউর রহমান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক পল¬ব কুমার সাহা, জেলা ব্যবস্থাপক (সিইপি) কালা চাঁন দাস, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. ফেরদৌস হোসেন তালুকদার, এলাকা ব্যাবস্থাপক (প্রগতি) মো. ফোরকান মিয়া, এলাকা ব্যাবস্থাপক (দাবি) আমিনুল হক, কালীবাড়ি শাখা ব্যাবস্থাপক মো. মাসুদ করিম সরকার, চাঁদপুর আরবান শাখা ব্যাবস্থাপক দুলাল চন্দ্র, ওয়ারলেস শাখা ব্যাবস্থাপক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে ব্র্যাকের পক্ষে এই পর্যন্ত চাঁদপুর জেলায় ১ লাখ ৫৮ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ, এছাড়াও ১ লাখ ২৫ হাজার ৫শ’ জনকে কর্মীদের প্রচেষ্টায় সরাসরি বাড়ি গিয়ে ও মোবাইলের মাধ্যমে সচেতনতা করেন, ২৬ মার্চ থেকে চলমান ৪৪টি মাইক সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সচেতনতামূলক প্রচারনা করা হয়, স্বাস্থ্য সেবিকার মাধ্যমে ১ লাখ ৪৭ হাজার পরিবারের বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান, ১ লাখ ৫৮ জনকে কাউন্সিলিং সম্পূর্ণ করা, জেলায় ৭২টি পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা, বিভিন্ন পয়েন্টে জীবাণুনাশক স্প্রে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্নিত করা হয়। ব্র্যাক কর্মকর্তারা জানান, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।