চাঁদপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন

সেবা প্রত্যাশীরা সচেতন হলে ভূমির সেবার অনিয়ম দূর হবে
…….মোহাম্মদ মোহসীন উদ্দিন

সজীব খান
চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী (২৫-২৭ মে) ‘ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, জেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির মালিকরা এ মেলার বিভিন্ন বুথ থেকে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি আরো বলেন, প্রতিটি ভূমি সেবা প্রত্যাশী মানুষরা সচেতন হলে ভূমির সেবার অনিয়ম দূর হবে, নামজারি করতে অবশ্যই পরিবারের সব অংশিদারত্ব যাচাই-বাছাই করে নামজারি দিতে হবে। এজন্য স্ব-স্ব ইউনিয়ন, পৌর ভূমি কর্মকর্তাকে সঠিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অন্যায়ভাবে কোন নামজারি করা দন্ডনীয় অপরাধ।
তিনি বলেন, যারা নামজারি করতে আসবেন, তারা অবশ্যই কোন ওয়ারিশদের বঞ্চিত করা থেকে বিরত থাকতে হবে। ভূমি অফিস নামজারি করার জন্য মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে হবে। ভূমির অনিয়ম সম্পর্কে সরকার কঠোর অবস্থায় রয়েছে। ভূমির সেবা সঠিক ও নিয়মতান্ত্রিকভাবে করার জন্য জনগণের সহযোগিতা থাকতে হবে। যখনই ভূমির সেবা নিয়ে অনিয়মের তথ্য আসবে সাথে সাথেই জেলা প্রশাসনকে জানালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যথাসময়ে সঠিক সেবা স্বচ্ছভাবে সেবা দিতে আমরা চাই।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।
মেলায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হবে। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হবে।
সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, যেমন- ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব^) একরামুল ছিদ্দিকসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

২৬ মে, ২০২৫।