স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনায় মধ্যরাতের মোলহেড নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি সভা করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে এই সভা করা হয়।
জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনা ও গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনায় মধ্যরাতের মোলহেড নাটকটি অচীরেই মঞ্চস্থ হবে। ইতিহাসের তথ্য ঘেঁটে নাটকটি রচনা করেছেন সৌম্য সালেক ও পীযূষ কান্তি বড়ুয়া। নাটকটি মঞ্চায়িত হওয়ার নির্দেশনায় থাকবেন শরীফ চৌধুরী।
এদিকে নাটকটি মঞ্চস্থ করতে এক প্রস্তুতি সভায় চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও মধ্যরাতের মোলহেড নাটকের নির্দেশক শরীফ চৌধুরীর পরিচালনায় মধ্যরাতের মোলহেড নাটকের অন্যতম রচনাকারী লেখক পীযূষ কান্তি বড়ুয়া বলেন, মধ্যরাতের মোলহেড নাটকটি চাঁদপুরের জন্য যুগান্তকারী একটি নাটক হবে। যা দেখে বড়ষ্টেশন মোলহেডে চা শ্রমিকদের বর্বরতারসহিত হত্যার মূল কাহিনী সবাই জানতে পারবে। এই নাটকের সাথে চাঁদপুরের স্মৃতিকথা জড়িত থাকায় এটি খুব স্পর্শকাতর নাটক। তাই পুরো নাটকটি সতর্কতারসহিত অভিনয়ে ফুটিয়ে তুলতে সবাইকে ধৈর্য্য নিয়ে শ্রম দিতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শুকদেব রায়, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, বাবুরহাট অরূপ নাট্টগোষ্ঠী ও সংগীত সংগঠনের প্রতিষ্ঠাতা সাধন দত্ত, বর্ণচোরা নাট্টগোষ্ঠীর সদস্য ফারজানা আক্তার কুমকুম, নূর আলম নয়ন, অনন্যা নাট্টগোষ্ঠীর শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা চাঁদপুরের ইতিহাস বিজড়িত ‘মধ্যরাতের মোলহেড’ নাটকটিতে অভিনয় করার জন্য দারুণভাবে আগ্রহ প্রকাশ করেন। সেই সাথে নাটকটির নির্দেশক শরীফ চৌধুরীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় চাঁদপুরের বিভিন্ন নাট্ট সংগঠনের নাট্টযোদ্ধারা উপস্থিত ছিলেন।
৩১ আগস্ট, ২০২১।