চাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
বিনম্র শ্রদ্ধা, ভালোবাসায় এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। গত বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের লেকের পাড়ে অঙ্গীকার পাদদেশে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। এরপর মহান স্বাধনীতা যুদ্ধে শহিদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘অঙ্গীকার’ পাদদেশে গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মোশফিকুর রহমান।
পর্যায়ক্রমে জেলা পরিষদ চাঁদপুর, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাব, নৌ-পুলিশ, পিবিআই, সিআইডি, চাঁদপুর রেলওয়ে থানা, আনসার ও ভিডিপি, সিভিল সার্জন চাঁদপুর, চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর সড়ক বিভাগ, চাঁদপুর গণপূর্ত বিভাগ, এলজিইডি চাঁদপুর, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁদপুর মৎস্য ও গবেষণা ইউনিট, চাঁদপুর কৃষি বিভাগ, চাঁদপুর মৎস্য বিভাগ, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর পুরাণবাজার কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি সংস্থা, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানা ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেছে নিজ নিজ প্রতিষ্ঠান।
এই দিন জেলা প্রশাসকের পক্ষ থেকে শিশুদের রচনা, আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম মাঠে দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চাঁদপুর আর্মি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আমাদের গৌরবোজ্জ্বল মহান স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পথ বেয়ে অনেক রক্ত আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে পরম কাক্সিক্ষত স্বাধীন ভূখন্ড, স্বতন্ত্র পতাকা ও জাতিসত্ত্বার পরিচিতি।
তিনি আরো বলেন, স্বাধীনতার এই দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদের এবং সেসব মা-বোনদের যাদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হোক ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার।
শহিদদের রুহের মাগফিরতা কামনা, জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে চাঁদপুর ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ এবং সংবর্ধনা প্রদান করা হয়। উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয় জেলা কারগার ও সরকারি শিশু পরিবারে।

২৮ মার্চ, ২০২৫।