স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত নীতির ভিত্তিতে নবঘোষিত কমিটির প্রতিটি সদস্যের রক্ত ও ডোপ টেস্ট সম্পন্ন করে মাদকমুক্ত থাকার প্রমাণস্বরূপ তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘোষণা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটিও একই নীতিতে গঠিত হবে।
শনিবার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার।
আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সুমন গাজী। এছাড়া আরও ১৭ জন নেতৃবৃন্দ বিভিন্ন পদে মনোনীত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. মানিক সর্দার, মো. লিটন গাজী, মো. লিটন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাগর হাওলাদার, মোহাম্মদ আলী, মো. জুয়েল, মো. সুমন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. দুলাল শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, কোষাধ্যক্ষ মো. বিল্লাল সিকদার, সহ-কোষাধ্যক্ষ মো. শাহিন মীর, প্রচার সম্পাদক মো. আকাশ বেপারী সাদ্দাম, সহ-প্রচার সম্পাদক মো. মরু গাজী, সদস্য মো. ইসহাক বেপারী, মো. ফয়সাল মোল্লা, মো. কামাল রাঢ়ী ও মো. সাদ্দাম বেপারী।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুমন বেপারী, মমিন হাওলাদার, সোহাগ খানসহ স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে পৌর যুবদল। সংগঠনকে সুসংগঠিত ও দায়িত্বশীল করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২৭ জুলাই, ২০২৫।
