চাঁদপুরে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের



সজীব খান
‘বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, বেকারমুক্ত হবে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেলের মাধ্যমে নিয়োগ দেয়ার জন্য অংশগ্রহণকারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে চাকরি প্রত্যাশি কয়েক শতাধিক শিক্ষিত বেকার মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. জামাল হোসেনের কাছে তারা তাদের দাবি তুলে ধরে স্মারকলিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি আ. মালেক, সাধারণ সম্পাদক সামিয়া আক্তার সুমি, মতলব উত্তর উপজেলা প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি পপি আক্তার, সাধারণ সম্পাদক অনি হক নীতি, সিমুলী আক্তার, মতলব দক্ষিন উপজেলা প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি কাউছার পাটওয়ারী, সাধারণ সম্পাদক জুঁই খান, সায়েমা আক্তার, কচুয়া উপজেলা প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক নাজমুল আরিফ, মো. মাইনুদ্দিন, রাবেয়া আক্তার, রুবি আক্তার, আয়শা আক্তার, সেলিনা আক্তার, শাহনাজ আক্তার, সালমা আক্তার, পান্না আক্তার, শাহরাস্তি উপজেলা প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ ফরিদ, হাইমচর উপজেলার মিতুসহ চাকরি প্রত্যাশী সবাই।