চাঁদপুরে মেয়র জিল্লুর রহমান জুয়েলকে সাংবাদিকদের সংবর্ধনা

শাহ্-আলম খান
চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল বলেছেন, আমি অনেক সংকটের মধ্য দিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছি। যেখানে আয়ের থেকে ব্যয়ের পরিমাণ অনেক বেশি। আর আমাকে ব্যয়ের জায়গা কমাতে হবে এবং আয়ের জায়গা আরো বাড়াতে হবে। কোন ভালো কাজ করতে গেলে সমর্থনের প্রয়োজন রয়েছে। ভালো কাজে আপনাদের সহযোগিতা করতে হবে। আর আপনাদের সহযোগিতা পেলে আমি সফল হবো। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান জুয়েল আরো বলেন, সমালোচনা করার লোকের দরকার আছে। আপনারাও সমালোচনা করবেন, আর দেখে আমি আস্তে-আস্তে এগিয়ে যাবো। আমার কাছে অনেকে অনেক কথা বলবে, যেহেতু কান আছে শুনবো। কিন্তু কোন কথাটা আমি আমার কাছে রাখবো সেটা হচ্ছে আসল ব্যাপার।
এসময় নগর পিতা গণমাধ্যমকর্মীদের দেয়া পরামর্শের জবাবে বলেন, চাঁদপুর শহরকে নান্দনিক করার লক্ষ্যে শহরের শপথ চত্বর ভেঙ্গে সংস্কার করা হবে। এছাড়া চাঁদপুর টাওয়ারসহ কয়েকটি জায়গাও ভাঙার পরিকল্পনা রয়েছে এবং যানজট নিরসনে সিএনজি এবং অটোরিকশার জন্যও অনেক পরিকল্পনা করেছি, শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, শহরের অনেক বাসাবাড়ি রয়েছে, যা কোনরকম নিয়ম বা নকশা বহির্ভূত। আমার মেয়াদ থাকাকালে এইরকম নকশা বহির্ভূত বাসাবাড়ি তৈরি করতে দেয়া হবে না। চাঁদপুর প্রেসক্লাবের ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণের জন্যে পৌরসভার পক্ষ থেকে যা যা করা সম্ভব তা-ই করা হবে। এছাড়া আমি এ ভবন সম্প্রসারণে আপনাদের পাশে থাকবো।
চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ মির্জা জাকির, উন্নয়ন কমিটির সদস্য সচিব মনির চৌধুরী, সদস্য ডা. হারুন রশিদ সাগর, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সাপ্তাহিক চাঁদপুর সকালের সম্পাদক ও প্রকাশক মোশারফ হোসেন লিটন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল, টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের প্রমুখ।
এসময় পৌর মেয়রকে টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, দৈনিক চাঁদপুর বার্তার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং অন্তর্ভুক্ত সদস্যপদের কাগজ হাতে তুলে দেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাবের লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ ও পবিত্র গীতা থেকে পাঠন করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
০১ ডিসেম্বর, ২০২০।