স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করে শহরের যানবাহন চালানোর অপরাধে ১৬ ব্যক্তিকে ২ হাজার ৩শ’ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ইলিশ চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
এসময় চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা দৈনিক ইল্শেপাড়কে জানান, করোনাভাইরাস প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়নে চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের নির্দেশে আমরা জনগণদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়া যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে যানবাহন চালাচ্ছেন তাদের আমরা জরিমানার আওতায় আনছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে যানবাহন চলাচল করার অপরাধে ২৬৯ ধারায় ১৬ টি মামলায় ১৬ জন ব্যক্তিকে ২ হাজার ৩ শ’ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
০৭ এপ্রিল, ২০২১।