
নুরে আলম খান
চাঁদপুরে যুবদলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কর্মী সভা আনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রিয় সংসদের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা নাহলে যুবদলের সকল নেতৃবৃন্দ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।
চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন সাগরের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক শাহনুর বেপারী শানুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রিয় সংসদের বিভাগীয় সহ-সভাপতি আশিকুর রহমান ওয়াসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলি আফসার, সহ-সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লিমন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার গাজী, শাহাজাহান কবির খোকা, শামীম জমাদার, যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সমবপাদক মান্নান খান কাজল, সহ-সাংগঠনিক রাজ্জাক হাওলাদার প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা, সদর উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সভাপতি/সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।