চাঁদপুরে যুবলীগের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে শিশু-কিশোরদের রচনা লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌর পাঠাগারে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া।
তিনি বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে কেন্দ্রিয় যুবলীগের নির্দেশনায় জেলা যুবলীগের আজকে এ আয়োজন। আজকের নব প্রজন্মের মাঝে জাতির জনকের বর্নময় জীবন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সাংগঠনিক দক্ষতাকে জানান দিতে যুবলীগ কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য শিশুদের নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। তাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শেখানো। বাঙালি জাতির গৌরবগাথা আর বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া। আমি অবিভাকদের প্রতি কৃতজ্ঞ জানাই শিশুদের নিয়ে আমাদের এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। আমরা জাতির জনকের শত বার্ষিকীতে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করবো।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য অরুপ কর্মকার, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ভূঁইয়া, প্রতিযোগিতার বিচারক সাংবাদিক অভিজিত রায়।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনী, যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সাংগঠনিক দক্ষতা ও রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জীবনীর উপর রচনা লিখন প্রতিযোগীতায় বিজয়ীরা হলেন: প্রথম স্থান শিমুল সাহা অর্ঘ (হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় ইয়াসমিন আক্তার (শিল্পকলা একাডেমী), তৃতীয় নুসরাত জহানা সামিয়া (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) ও চতুর্থ কাজী কাবিশা (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন: ক গ্রুপে প্রথম তাসনিয়া তাসনিম তাকী, দ্বিতীয় অংকিতা লোধ, তৃতীয় ইমতিয়াজ রহমান, চতুর্থ প্রান্তিকা রানী সূত্রধর ও পঞ্চম আছমা আক্তার।
খ গ্রুপে প্রথম আয়শা সিদ্দিকা, দ্বিতীয় জান্নাতুল ইকরা, তৃতীয় তানভীর রহমান স্বাধীন, চতুর্থ অরিদ্র দাস ও পঞ্চম স্থান অবনি রানী দাস।