চাঁদপুরে রেকর্ড ২৪১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরো ২৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫শ’ ৮৮ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৬১ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) ৫৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪১টি পজেটিভ, বাকি ৩১৩টি নেগেটিভ। সনাক্তের হার ৪৩.৫০%।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬৭ জন, শাহারাস্তি উপজেলায় ৫৮ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৪১ জন, হাইমচর উপজেলায় ২৭ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩৪ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬ জন এবং কচুয়া উপজেলায় ১ জন।
জেলায় ৮ হাজার ৫শ’ ৯২ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান- চাঁদপুর সদরে ৩ হাজার ৮শ’ ২৭জন, শাহরাস্তিতে ১ হাজার ৯জন, ফরিদগঞ্জে ৯শ’ ৮৩জন, হাজীগঞ্জে ৮শ’ ৬৩জন, মতলব দক্ষিণে ৭শ’ ৩১জন, মতলব উত্তরে ৪শ’ ৩৯জন, হাইমচরে ৪শ’ ৯ জন ও কচুয়ায় ৩শ’ ৩১জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৬১জনের মধ্যে- চাঁদপুর সদরে ৬০জন, ফরিদগঞ্জে ২৬জন, হাজীগঞ্জে ২৪জন, শাহরাস্তিতে ২০জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ৯জন, কচুয়ায় ৭ জন ও হাইমচরে ৩জন।

২৭ জুলাই, ২০২১।