স্টাফ রিপোর্টার
আগামি ১৭ ডিসেম্বর চাঁদপুরে লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৩ নভেম্বর এবং শেষ হবে ১০ ডিসেম্বর। পিঠা প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি মাত্র ৩০০ টাকা।
আগ্রহীরা লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের চাঁদপুরের কমিটি মেম্বারদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও টিভি চ্যানেলে রান্না দেখানোর সুযোগ।
চাঁদপুর জেলা লবী রহমান কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই জানান, পিঠা প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহম খুব ভালো রেসপন্স পাচ্ছি।
তিনি আরো জানান, চাঁদপুরে লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের পিঠা প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণকারী ফাউন্ডেশন থেকে একটি রেজিস্ট্রার করা সার্টিফিকেট ও ক্রেস্ট পাবেন। সাথে থাকবে স্টারলাইনের ফুড হ্যাম্পার এবং টেলিভিশনে লবী রহমানের সাথে রান্না করার সুবর্ণ সুযোগ।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুনঃ ★ নীলা রহমান : ০১৯৭৫-১৭৪৬৬১, ★ তানিয়া ইশতিয়াক খান : ০১৭৩৬৮৬০৫৬৮ ও ★ তানজিলাল রহমান জুম্মি : ০১৯৪০৪৬৭০৬৯ এর সাথে।
উল্লেখ্য, মেহেরপুর, গোপালগঞ্জ, যশোর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর ও ঢাকার প্রতিযোগীদের জন্য উৎসব এবং পিঠা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে লবী রহমান’স কুকিং ফাউন্ডেশন ও স্টার লাইন ফুড প্রোডাক্টসের যৌথ উদ্যোগে। নিজের কর্মস্পৃহার বিকাশ ঘটানো ও মানুষের মাঝে পরিচিতি বৃদ্ধির জন্য এক অসাধারণ সুযোগ চাঁদপুরের নারীদের জন্য।
২৫ নভেম্বর, ২০২১।