খালেদা জিয়া এবং শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে
স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা শ্রমিক দল। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, আনা মিয়া জমাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিল হাওলাদার, মো. কামাল, শহর শ্রমিক দলের আহ্বায়ক মো. ফরিদ মোস্তান, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভূঁইয়াসহ আরো অনেকে।
২০ এপ্রিল, ২০২২।