সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতের দাবিতে
প্রেস বিজ্ঞপ্তি :
জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিত করার দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় শপথ চত্বরে মানববন্ধনে সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সনাক সভাপতি কাজী শাহাদাত বলেন, ইউএনএফসিসি (ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ) কতৃক আয়োজিত আসন্ন ২৩ তম জলবায়ু সম্মেলনে (কপ ২৩) যেন বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়, সেজন্য এই মানববন্ধন। তিনি বলেন, আমাদের জলবায়ুগত পরিবর্তনের বর্তমান যে পরিস্থিতি তা আমরা কাটিয়ে উঠতে পারবো কী-না তা নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত রয়েছে। আমরা আজ হয়তো জলবায়ুর পরিবর্তন অনুভব করতে পারছি না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ভয়াভয়তার মুখোমুখি হবে।
তিনি আরো বলেন, আমাদের এই মানববন্ধনের দাবি হচ্ছে, আমাদের যে জলবায়ু তহবিল রয়েছে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। আজ দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। আমাদের পরিবেশ বাদ দিয়ে যত উন্নয়নমূলক কাজ করি না কেন তা কোন কাজে আসবে না। তিনি দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান নীতি বিবেচনা করে ঋণ নয়, শুধু সরকারি অনুদান, যা উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ প্রতিশ্রুতি হবে, কে স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়নের বিষয়ে স্বচ্ছ ধারনা প্রদানের আহবান জানান। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে জলবায়ুর বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন থাকার ও এক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে এগিয়ে আসার আহ্বান জানান। স্বল্পোন্নত দেশসমূহের প্রভাবশালী সদস্য হিসেবে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলসহ সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য টিআাইবি’র প্রস্তাবনাসমূহ তুলে ধরা হয়।
টিআইবি’র রাজন চন্দ্র দে’র পরিচালনায় মানবন্ধনে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য আলহাজ প্রফেসর মনোহর আলী।
এছাড়া বক্তব্য রাখেন সনাক সদস্য ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. মো. একিউ রুহুল আমিন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, ক্যাব জেলা শাখার সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সনাক-চাঁদপুরের জলবায়ু বিষয়ক জন-অংশগ্রহণ কমিটি (সিসিপি)-এর সদস্য তাছলিমা আক্তার মুন্নী।
বক্তারা বলেন, বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর সরকারি প্রতিষ্ঠানসমূহ সবুজ জলবায়ু তহবিলে জাতীয় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসাবে সরাসরি অভিগম্যতা অর্জনে প্রয়োজনীয় মানদ- অর্জনের ক্ষেত্রে নির্ধারিত কঠোর আর্থিক, পরিবেশগত ও অন্যান্য মানদ- নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে ঘাটতি রয়েছে। বক্তারা প্যারিস চুক্তির আলোকে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের সুনির্দিষ্ট, বাস্তবভিত্তিক, সুনির্দিষ্ট রুপরেখা প্রস্তুত এবং সুশাসন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা এ প্রেক্ষিতে, জলবায়ু তহবিল প্রদান, অভিগম্যতা, তার ব্যবহার এবং এর তদারকিতে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক সদস্য অধ্যাপিকা শাহানারা বেগম, ডা. পীযূষ কান্তি বড়ূয়া, মো. আব্দুল মালেক, মো. আলমগীর পাটওয়ারী ও এবিএম নজরুল আমিন, সনাক চাঁদপুরের জলবায়ু বিষয়ক জন অংশগ্রহণ কমিটি (সিসিপি) এর সদস্য খাইরুল আলম খোকন, রফিকুজ্জমান রণি, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি মুক্তা পীযুষ, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসানউল্লাহ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযুষ কান্তি রায় চৌধুরী, স্বজন সদস্য প্রভাষক জেসমিন আক্তার, রুমা সরকার, মনিরুজ্জামান বাবলু, সাংবাদিকবৃন্দ, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সদস্যবৃন্দ, সুশীল সমাজ ও ছাত্র সমাজের সদস্য, ইয়েস গ্রুপের সদস্য ও টিআইবির কর্মীবৃন্দ।