চাঁদপুরে সাড়ে ১৭ হাজার ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার সুন্দরবন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. জসিম (২৮) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার (১ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে মাদক বিক্রেতা জসিমকে হস্তান্তর করে (র‌্যাব-১১) কুমিল্লা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদের ছেলে। টেকনাফ থেকে চাঁদপুরে হয়ে ঢাকায় পাচার করার জন্য হোটেলে অবস্থান করছিল বলে জানায় জসিম।
র‌্যাব-১১-এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, র‌্যাবের একটি আভিযানিক দল গত শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাতে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় সুন্দরবন নামের আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেলের ৭ নম্বর কক্ষ থেকে অভিনব কায়দায় হটপটের ভিতরে করে পরিবহনের জন্য রাখা ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও মাদক বিক্রেতা জসিমকে আটক করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ইয়াবাসহ আসামি জসিমকে দুপুরে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

০২ এপ্রিল, ২০২৩।