চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণী রেবেকা সুলতানার রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলের আয়োজনে রোববার (৬ সেপ্টেম্বর) বাদ আছর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শহরের বায়তুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. তোয়াহা।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুর রহমান গাজী, যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিজানুর রহমান লিটন, মফিজুল ইসলাম পাটওয়ারী, শ্যামল সরকার, মুকুল পাটওয়ারী, মুন্না সাহা, রতন কর শুভ, মারুফ আনাম, কিরন ভূঁইয়া, হানিফ খান, ইমান গাজী, খলিলুর রহমান, মো. নিশান, রাসেল আহমেদ, শুভ প্রমুখ।
৭ সেপ্টেম্বর, ২০২০।