স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে। প্রাপ্ত তথ্যমতে, রাত ৯টায়, ১২টায় এবং ৩টায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। সেমতে ২৪ চাঁদপুরে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে পর্যবেক্ষণ কর্মকর্তা হাসানুজ্জামান মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২টায় জানান।
এদিকে দেশের ১২টি অঞ্চলে আজ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, দেশের বিভিন্ন অঞ্চলে ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া আজ সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
২৬ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৪০ মি.মি. বৃষ্টিপাত