চাঁদপুরে ৩ দিনব্যাপী বাকাসস’র কর্মবিরতি শুরু


প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাকাসস) চাঁদপুর জেলা শাখার ৩ দিন কর্মবিরতি পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক চত্বরে এ কর্মবিরতি দিনব্যাপী করেন।
বিভিন্ন দাবি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে তারা এ কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা সাইফুল আলম, মো. আক্তারুজ্জামান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর সর্দার, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ ফয়সাল, অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।
তারা কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করছেন বলে জানান। কর্মবিরতিতে সংগঠনের অর্ধ শতাধিক সদস্য অংশ নেন।