চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট

স্টাফ রিপোর্টার
আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল থেকে শহরের পাইকারী ও খুচরা বাজার পালবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
এসময় কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্যতেলের সঙ্কট, মূল্যতালিকা না থাকা ও পণ্যের দাম বেশির রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের সময় বাজারের বেশকিছু মুদি দোকানীরা ভোজ্যতেল ক্রেতাদের কাছে বিক্রি না করে অবৈধভাবে মজুদও রাখে। পরে দোকানের গোডাউন থেকে সেসব পণ্য উদ্ধার করে জনগণের কাছে বিক্রির উদ্যোগ গ্রহণ করেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা।
এছাড়া বিশেষ টাস্কফোর্সের সদস্যরা খেজুর, কলা, তরমুজসহ কাঁচা বাজারগুলোতেও অভিযান পরিচালনা করেন। সেসব দোকানীদের বাজারে অস্থিতিশীল পরিবেশ ও কৃত্রিম সঙ্কট না করার জন্যে কঠোর সতর্ক করে দেয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারকে যেন স্থিতিশীল রাখা যায় সেজন্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনা করে কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্যতেলের সঙ্কটসহ পণ্যের মূল্য বেশি রাখার অপরাধে কৃষি পণ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ও মো. মাসুদ রানা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

০৪ মার্চ, ২০২৫।