চাঁদপুরে ৯ দিনে আটক ৮১ জন

‘অপারেশন ডেভিল হান্ট’

ইল্শেপাড় রিপোর্ট
যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে গত ৯ দিনে ৮১ জনকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযান শুরু থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত সর্বমোট ৮১ জনকে আটক করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে প্রথম আটক হয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে সারাদেশ চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, জেলা ডিবি ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। তাকে এজাহারভুক্ত ৩টি রাজনৈতিক মামলায় আটক দেখানো হয়।
এছাড়া গত ১১ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড সিসা কার্তুজ, দেশীয় অস্ত্রশস্ত্র, একটি মিনি ট্রাক ও অন্যান্য যন্ত্রপাতিসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে।
এছাড়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান খান, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রকি, চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন। আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, গত ৯ দিনে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে ৮১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে আটক করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১৮ ফেব্রুয়ারি, ২০২৫।