চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে প্যানেল পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল হক সরকার।
অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপনের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল-বিন-বাশার, অ্যাড. সলিম উল্লাহ সেলিম, অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাড. ইব্রাহিম খলিল, অ্যাড. একেএম সালেহ, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. আবুল কালাম সরকার, অ্যাড. আলম খান মঞ্জু, সভাপতি প্রার্থী অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মহসীন খান, অ্যাড. আবদুল মান্নান মিয়াজী।
এসময় বক্তারা বলেন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করে। শিক্ষিত সমাজের বিবেক হিসেবে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগপূর্বক যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবো। আমাদের এখানে গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগের রাতে ভোট দেয়ার বা কারচুপির কোন অবকাশ নেই।
বক্তারা আরো বলেন, করোনাকালে মানুষের অবস্থা বেহাল। আর এর মধ্যে চাল ও তেলসহ সব ভোগ্যপণ্যের দাম হু-হু করে বাড়ছে। সরকার অসাধু ব্যবসায়ীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন।
পরিচিতি সভায় বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরিচিতি করিয়ে দেন সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল হক সরকার।
বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি আলহাজ অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. এ.এন.এম মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল মান্নান মিয়াজী, সম্পাদক ফরম অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী অ্যাড. মো. শাহজাহান খান, সম্পাদক, সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. রেজাউর রহমান (শাওন), জেনারেল অডিটর অ্যাড. শাহদাত সরকার শাওন, রানিং অডিটর অ্যাড. মো. নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. আবুল হাসনাত বেপারী, সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাড. মোহাম্মদ হাসিব, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. সুমন মিয়া, অ্যাড. ইমান হোসেন (সুমন) ও অ্যাড. মোহাম্মদ মুসলিম মিয়াজী।

২০ জানুয়ারি, ২০২২।