চাঁদপুর ক্লাবকে ২-১ সেটে হারিয়ে ফরিদগঞ্জ চ্যাম্পিয়ন

ফরিদগঞ্জে উপজেলা আন্তঃঅফিসার্স ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টে



ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত আন্তঃউপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার ফরিদগঞ্জ অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ফরিদগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব চাঁদপুর ক্লাবকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে ক্লাব মাঠে দ্বৈত চারটি টীমের মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১ম সেমি ফাইনাল খেলায় অংশ নেয় চাঁদপুর ক্লাবের এডিএম জামাল হোসেন-এনএসআই’র সহকারী পরিচালক কৌশিক আহমেদ কনক জুটি বনাম ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার-আরডিও মশিউর রহমান জুটি। ২য় খেলায় অংশ নেয় চাঁদপুর সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আলমগীর বাহার-চাঁদপুর ক্লাবের সদস্য মো. কাঞ্চন জুটি বনাম ফরিদগঞ্জ থানার এসআই মো. নাজমুল হোসেন-এএসআই শামীম হোসেন।
চার দলে মধ্যে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আলমগীর বাহার-চাঁদপুর ক্লাবের সদস্য মো. কাঞ্চন জুটি ও ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার-আরডিও মশিউর রহমান জুটি চূড়ান্ত পর্যায় ফাইনালে উত্তীর্ণ হয়। একই দিন ফাইনাল খেলায় ফরিদগঞ্জ অফিসার্স ক্লাব জুটি চাঁদপুর ক্লাবকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলা পরিচালনা করেন চাঁদপুর ক্রীড়া সংস্থার রেফারী সেলিম আহম্মদ টুমু ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী নুরুন্নবী নোমান।
এর আগে গত ১১ জানুয়ারি টুর্নামেন্টটি উদ্বোধন করেন চাঁদপুরের এডিএম মো. জামাল হোসেন ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি। টুর্নামেন্টে মোট ৮টি টীম অংশ নেয়। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন এআরডিও মো. কাউসার মিয়া।