চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি জমি ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না
……….জেলা প্রশাসক

শাহ্ আলম খান
জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ বলেছেন, মার্চ মাস আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। ৭ই মার্চের ভাষণসহ এ মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। যথাযোগ্য মর্যাদায় যেন এ মাসটি আমরা পালন করতে পারি সেজন্য সম্মিলিতভাবে সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি তাঁর বক্তব্য বলেন, সরকারি জমি ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। এরকম অনিয়ম পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যে ক্ষতি করবে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থাগ্রহণ করবে। কোন ধরনের অবৈধ কাজের সাথে চাঁদপুর জেলা প্রশাসন নেই।
অঞ্জনা খান মজলিস আরো বলেন, শহরে অবৈধভাবে লাইসেন্সবিহীন যানবাহন চলাচল করছে এবং এসব যানবাহনে নাবালক শিশুরাও ড্রাইভারের দায়িত্ব নিচ্ছে। এজন্যে সংশ্লিষ্টদের ব্যবস্থাগ্রহণ করতে হবে। এছাড়া দিনের বেলায় পণ্যবাহী যানবাহন শহরে প্রবেশ নিষেধ সংক্রান্ত আইন বাস্তবায়নের জন্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রশাসক করোনা পরিস্থিতি সম্পর্কে বলেন, করোনার প্রভাব ইদানিং বেড়ে চলছে। তাই আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হব। মাস্কের কোন বিকল্প নেই। মাস্কই আমাদের সুরক্ষা দিতে পারে। এছাড়া সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।
জাটকা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক বলেন, এসময়টি জাটকার জন্যে খুবই গুরুত্বপূর্ণ সময়। এ ব্যাপারে আমরা সবরকমের ব্যবস্থা গ্রহণ করেছি। জাটকা অভিযানে মোটামুটি এখন পর্যন্ত আমরা সফল রয়েছি। সবাই আমাদের পাশে থাকলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. দাউদ হোসেন চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন নৌ-পুলিশ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. আসাদ, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন, সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্মৃতি, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দিপায়ন দাস, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
১৫ মার্চ, ২০২১।