বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলায় ১শ’ ১৫ গৃহহীনকে ঘর দেয়া হবে
……….. জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ
শাহ আলম খান
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বেগম অঞ্জনা খান মজলিশ।
বিগত মাসের কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের ঘর দেয়া হবে। সে উপলক্ষে আমাদের চাঁদপুর জেলায় ১শ’ ১৫ জনকে ঘর দেওয়া হবে। জেলার ১শ’ ১৫টি ঘরের মধ্যে সদরে আছে ৪০টি ঘর। লক্ষ্মীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে ৪০টি ঘর দেয়া হবে। আমি সরজমিনে সে ঘরগুলো দেখতে গিয়েছিলাম।
তিনি বলেন, যে বড় প্রকল্পগুলো শিক্ষামন্ত্রী হাতে নিয়েছেন সে প্রকল্পের আলোচনাগুলো এখানে উঠে আসেনি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে।
বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সভায় অনুপস্থিতির বিষয়ে জেলা প্রশাসক বলেন, আজ জেলার উন্নয়ন সমন্বয় মাসিক সভা হবে, জেলা লেভেলের সব কর্মকর্তা কিন্তু বিষয়টি জানেন। আপনাদের যার যার দপ্তরে সিডিউল করা থাকে। আপনাদের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা লেভেলে যে আলোচনাগুলো হয় সেখানে যদি প্রতিনিধি আসেন সেক্ষেত্রে তাদের মতামতগুলো বা যে বিষয়ে আলাপ-আলোচনা হয় সেই সিদ্ধান্তগুলো প্রতিনিধিরা আপনাদের দিতে পারে না। তখন কিন্তু এই মিটিংয়ে আলোচনাগুলো পরিপূর্ণ হয় না। সে ক্ষেত্রে আমি অনুরোধ জানাবো প্রতিনিধি না পাঠিয়ে নিজেরা উপস্থিত থাকলে আলোচনা আরো সুন্দর হয়।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, ৫৬টি দপ্তরের প্রধানরা এই মিটিংয়ে অংশগ্রহণের কেন্দ্রবিন্দু। জেলা প্রশাসক মিটিংয়ে যে কথাটি বলেছেন আমরা যারা বিভিন্ন ইউনিটের প্রধান আছি, আমরা যদি মিটিংয়ে না আসি তাহলে এই মিটিংয়ে যে সমন্বয় সেটার ক্ষেত্রে অনেকখানি ব্যাঘাত ঘটে। আমরা কিন্তু কিছুদিন আগে মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। জেলা প্রশাসকের মাধ্যমে ইউনিট প্রধানরা মিটিংয়ে যোগদান করার জন্য। যেহেতু আমরা জেলার উন্নয়ন করতে চাচ্ছি সেটা সমন্বয় করার জন্য এখানে আসছি। আমরা চেষ্টা করব অবশ্যই ইউনিট প্রধানরা এসে এই সমন্বয় সভাকে আরো সমন্বয়ে শেষ করতে পারি আর জেলা প্রশাসনকে আরো শক্তিশালী করতে পারি।
তিনি আরো বলেন, যে বিষয়টি গুরুত্বপূর্ণ যেহেতু আমরা জেলার উন্নয়ন করতে চাচ্ছি অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটি কাজ প্রকাশ্যে সবাইকে নিয়ে করবো। যাতে তার ভিতরে জবাবদিহিতা থাকে।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের সচিব মিজানুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, মঞ্জুরুল মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
১৮ জানুয়ারি, ২০২১।