নৌকার মাঝি জিল্লুর রহমান জুয়েলকে মনোনীত করায়

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে নৌকার মাঝি অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে মনোনীত করায় চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। গতকাল মঙ্গলবার বাদ আছর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রবিন পাটওযারী প্রমুখ।
এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা, সদর উপজেলা, পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।