চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে



স্টাফ রিপোর্টাার
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। গতকাল শনিবার বিকাল ৩টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই। উন্নয়নের নামে চলছে লুটপাটের রাজনীতি। তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সরকার বন্দি করে রেখেছে। আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আজকে সারা দেশের জনগণ খালেদা জিয়ার মুক্তি দাবি করছে। সরকার জনগণের ভাষা বুঝে না, তারা এদেশের মানুষের সব অধিকার হরণ করছে।
তিনি আরো বলেন, জুলুম অত্যাচার করে এই সরকার টিকে থাকতে পারবে না। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, সেলিমু সালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. কামাল হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেরাজ চোকদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।
এছাড়া বিক্ষোভ সমাবেশে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।