চাঁদপুর জেলা মহিলা লীগের বর্ধিত সভা

সংগঠনের প্রতিটি কাজ আদর্শিকতার সাথে করতে হবে ....................... নাছির উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনের প্রতিটি কাজ আমাদের আদর্শিকতার সহিত কাজ করতে হবে। নারীরা আজ পিছিয়ে নেই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। নারীর অধিকার নারীর আদায় করে নিতে হবে। সমাজে নারী এখন আর পিছিয়ে পড়াতে নেই। দলকে সংগঠিত করতে আরো সক্রিয় হয়ে কাজ করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডে কাজ করুন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
মহিলা আওয়ামী লীগ নেত্রী উপাধ্যক্ষ আফরোজা খাতুন মেরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
এছাড়া বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহনাজ আলমগীর, খাদিজা ফোরকান, আয়শা আক্তার, খালেদা রহমান, শীপ্রা দাস, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিদা বেগম, হাইমচর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী লায়লা আনজুমান।