
স্টাফ রিপোর্টার
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সারাদেশে ছড়িয়ে পরায় এর সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। জেলা প্রশাসনের ০৫.৪২.১৩০০.০০৮.০৩.০০৮.২০.৪৩৫ নং স্মারকে আজ ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঐ লকডাউন ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামক ঝুঁকি মোকাবেলায় ‘করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, চাঁদপুর-এর সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সবার সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮-এর ১১(১) (২) (৩) ধারা মোতাবেক চাঁদপুর জেলাকে অবরূদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণ প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অন্য কোনো জেলা থেকে এ জেলা সড়ক ও নৌ-পথে কেউ প্রবেশ করতে পারবে না। বা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমণ করতে পারবে না। জেলা অভ্যন্তরে আন্তঃউপজেলায় গমণের ক্ষেত্রে একই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন আগের মতো বন্ধ থাকবে।
তবে জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী সরবরাহ এবং সংগ্রহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে। জনস্বার্থে এ আদেশ আজ ৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।