চাঁদপুর জেলা লকডাউন

স্টাফ রিপোর্টার
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সারাদেশে ছড়িয়ে পরায় এর সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। জেলা প্রশাসনের ০৫.৪২.১৩০০.০০৮.০৩.০০৮.২০.৪৩৫ নং স্মারকে আজ ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঐ লকডাউন ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামক ঝুঁকি মোকাবেলায় ‘করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, চাঁদপুর-এর সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সবার সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮-এর ১১(১) (২) (৩) ধারা মোতাবেক চাঁদপুর জেলাকে অবরূদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণ প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অন্য কোনো জেলা থেকে এ জেলা সড়ক ও নৌ-পথে কেউ প্রবেশ করতে পারবে না। বা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমণ করতে পারবে না। জেলা অভ্যন্তরে আন্তঃউপজেলায় গমণের ক্ষেত্রে একই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন আগের মতো বন্ধ থাকবে।
তবে জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী সরবরাহ এবং সংগ্রহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে। জনস্বার্থে এ আদেশ আজ ৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।