চাঁদপুর টাইমস্রে প্রতিষ্ঠাবার্ষিকী কুইজ প্রতিযোগিতায় মাহ্ফুজ মল্লিক দ্বিতীয়


মতলব দক্ষিণ ব্যুরো
অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস্রে পঞ্চম বর্ষ পূর্তি ও ৬ষ্ট বর্ষে পর্দাপণ উপলক্ষে গত ৭ জানুয়ারি দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকতায় প্রশিক্ষণ, সনদ বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন চাঁদপুর টাইমস্রে মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার মাহ্ফুজ মল্লিক।
কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর টাইমস্রে প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মাহ্মুদ জামান।
চাঁদপুর টাইমস্রে প্রতিষ্ঠাতা প্রধান বার্তা সম্পাদক মোসাদ্দেক আল আকিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারশর্ন ও দৈনিক যুগান্তরের হেড অব ইনভেস্টিগেশন মিজান মালিক, ইউএনবি বাংলা বিভাগের প্রধান রাশেদ শাহ্রিয়ার পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহ্সান উল্লাহ্, সাবেক সভাপতি ইকবাল পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কেএম মাসুদ, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, চাঁদপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি বিপ্লব সরকার এবং চাঁদপুর টাইমস্রে সাবেক সম্পাদক মিজানুর রহমান রানা।
পরে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার এবং চাঁদপুর টাইমস্রে সব প্রতিনিধিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।