চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যাপক কর্ম-পরিকল্পনা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে



সজীব খান
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্যাপক কর্ম-পরিকল্পনা গ্রহণ করেছে। সমিতির পক্ষ থেকে মুজিববর্ষকে ঘিরে ইতোমধ্যে সমিতিতে দৃশ্যমান স্থানে মুজিব কর্ণার করা হয়েছে, সমিতির মূল ফটকে সুদৃশ্য তোরণ নির্মাণ করা হয়েছে, মুজিববর্ষের গ্রাহকদের সেবার তালিকাসহ বেশ কিছু কাজ তারা হাতে নিয়েছে। সমিতিতে সদ্য যোগদানকৃত জেনালের ম্যানেজারসহ অফিসের সব কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শে মুজিববর্ষ উপলক্ষে সাঁজসজ্জায় পরিপূর্ণের কাজ চলমান রয়েছে।
এখানেই শেষ নয়, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ মুজিববর্ষ উপলক্ষে মুজিববর্ষকে ‘সেবাবর্ষ’ হিসেবে পালন করবে, গ্রাহক হয়রানি নিরসনে ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচি অব্যাহত রাখবে, আমার গ্রাম আমার শহর বিনির্মাণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করবে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পেপারলেস অফিস বাস্তবায়ন করবে, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করবে, জনগণের শতভাগ বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করবে, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জোরদার করা, কৃষি এবং শিল্প ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করাসহ নানা প্রদক্ষেপ গ্রহণ করছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী যাতে সঠিকভাবে পরিপূর্ণ হয়, সেজন্য পল্লী বিদ্যুতের কোন প্রকার ঘাটতি রাখা হবে না বলে তারা জানিয়েছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রতিনিয়তই গ্রাহক সেবার মান বৃদ্ধি অব্যাহত রয়েছে। গ্রাহকদের সেবা নিয়ে অফিসে আগত সবাই সন্তুষ্ট রয়েছে। সমিতিকে নিজের পরিবারের মত আপন করে নিয়ে বর্তমান জেনারেল ম্যানেজার দেব কুমার মালো কাজ করছে। সমিতিতে তিনি যোগদানের পর থেকে সমিতির স্বার্থে সবাইকে কাজ করার জন্য নির্দেশ প্রদান করে যাচ্ছেন। সমিতিতে সবাই স্বচ্ছতার সাথে কাজ করলে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করা যাবে, সে মানসিকতা নিয়ে সবাইকে কাজ করার জন্য তিনি নির্দেশনা নিয়ে যাচ্ছেন।
গত কয়েক বছরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাইল ফলক পরিবর্তন হয়েছে। অফিসের লোকদের আন্তরিকতার কারণে প্রতিনিয়ত গ্রাহকরা অফিসমুখী হয়ে উঠছে। দালালদের স্মরণাপন্ন না হয়ে এখন পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা সরাসরি যোগাযোগ করছে। এক সময় পল্লী বিদ্যুৎ অফিস দালালদের উৎপাতের কারণে পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহকরা চরমভাবে হয়রানি হতে হয়েছে। বর্তমান জিএমের দক্ষ ও সততার নেতৃত্বের কারণে মানুষ এখন সমিতিতে সরাসরি যাচ্ছে, ফোন করছে। সেবা পেয়ে চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজারে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সুনাম বলছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার দেব কুমার মালো বলেন, মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্যাপক কর্ম-পরিকল্পনা নিয়েছে। মুজিব বর্ষকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যথাযথভাবে পালন করা হবে। মুজিববর্ষ উপলক্ষে আমাদের ব্যাপক লক্ষ রয়েছে। বর্তমান সরকার যেভাবে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সেবার মান শতভাগ নিশ্চিত করার জন্য ঘোষণা দিয়েছে, সে লক্ষেই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজ করবে। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন সময় নিয়মাবলী মাইকিং করে জনসচেতনা করে যাচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহকদের উত্তম সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।