চাঁদপুর পুরাণবাজারে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজারে ভোক্তা অধিকার আইনে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বিকেলে শহরের পুরানবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক নয়ন স্টোরের নয়নকে ১ হাজার টাকা, মাহবুবকে ৫শ’ টাকা, রুবেল পাটোয়ারীকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পেশকার মো. জহিরুল ইসলাম, পুলিশ সদস্যবৃন্দ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।