বিট পুলিশিং কার্যক্রম সচল থাকলে এলাকা অপরাধমুক্ত থাকবে
……………ওসি মো. নাসিম উদ্দিন
শাহ আলম খান
বাংলাদেশ পুলিশ বিট পুলিশিংয়ের কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর মডেল থানার বিট পুলিশিং কার্যক্রমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকালে পৌর কমিউনিটি অঞ্চল-১৪ এর বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন। তিনি বলেন, আগে আমাদের কমিউনিটি পুলিশ নিয়ে কার্যক্রম হয়েছিল। যার কারণে আইন-শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছিলো। আর আইন-শৃঙ্খলার আরো জোরদার এবং গতিশীল করতে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে আমাদের অনেক কার্যক্রম করতে ব্যাহত হয়েছে। এতে করে অনেক অপরাধীরা অপরাধ করতে সুযোগ পেয়েছিলো। কিন্তু এখন তারা আর কোন অপরাধ করতে পারবে না।
তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই এলাকায় অপরাধীরা অপরাধ করতে অনেক ধরনের সুযোগ পেয়ে থাকে। সেজন্য আপনারা আপনাদের ভাড়াটিয়াদের সম্পূর্ণ তথ্য রাখবেন, যেটা আপনারা করেন না। আপনারা ভাড়াটিয়াদের সম্পূর্ণ তথ্য রেখে পুলিশকে সহায়তা করবেন। মনে রাখবেন বিট পুলিশিং কার্যক্রম সচল থাকলে আপনার এলাকা অপরাধ মুক্ত থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াছ চৌধুরী, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের দপ্তর সম্পাদক মো. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুজ্জামান খান, শিক্ষক মো. শামিম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১৪ এর সভাপতি দেলোয়ার হোসেন ঢালী। অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাংবাদিক এমএম কামাল। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১৪ এর সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন, সহকারী উপ-পরিদর্শক মো. বাছির প্রমুখ।
২৪ আগস্ট, ২০২০।