স্টাফ রিপোর্টার
কুমিল্লা র্যাব-১১ এর একটি টিম গোপন সংবাদের খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেট কার তল্লাশি করে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ নারী-পুরুষকে আটক করেছে।
জানা যায়, গতকাল বুধবার হরিণা ফেরিঘাটে কুমিল্লা র্যাব-১১ এর একটি টিম বিকেল থেকেই ওঁৎ পেতে থাকে। সন্ধ্যা ৭টায় শরীয়তপুর এলাকা থেকে একটি ফেরি হরিণা ঘাটে আসলে র্যাবের কাছে থাকা তথ্য অনুযায়ী প্রথমে একটি মাইক্রোবাস দ্রুতগতিতে র্যাবের উপস্থিতি টের পেয়ে চলে যায়। পরবর্তীতে একটি প্রাইভেট কার ফেরি থেকে সড়কে উঠলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাতে তল্লাশি করে। এ সময় প্রাইভেট কারের ভেতরে ৪টি বস্তা ভর্তি অবস্থায় প্রায় ১ হাজার বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় একজন নারী, দু’জন পুরুষ ও এক তরুণীসহ মোট ৪ জনকে আটক করা হয়।
হরিণা ফেরিঘাটে কয়েকজন ব্যবসায়ী জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি হাইস মাইক্রোবাস দ্রুত চালিয়ে ফেরিঘাট ত্যাগ করে। তাদের আটক করতে পারেনি। পরবর্তীতে প্রাইভেট কারটি একই কৌশলে পালানোর চেষ্টা করলে অপর একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে র্যাব সেটি আটক করতে সক্ষম হয়। মুহূর্তের মধ্যে র্যাব সদস্যরা আটক ৪ জনসহ জব্দকৃত ফেনসিডিল নিয়ে কুমিল্লার উদ্দেশ্য চাঁদপুর ত্যাগ করে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর র্যাবের অভিযানে ৪ বস্তা ফেনসিডিলসহ আটক ৪
