
এস এম সোহেল :
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী, কল্যাণপুর, আশিকাটি, বিষ্ণুপুর, শাহমাহমুদপুর, মৈশাদী ও রামপুর ইউনিয়নে বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের প্রায় ৪৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়নমূলক কর্মকা-ের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় ডা. দীপু মনি এমপি বলেন, আজ শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশে এতো উন্নয়ন। কারণ শেখ হাসিনার স্বপ্ন এদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্য নিয়েই তিনি এ দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। গত দু’বার আপনাদের সমর্থন ও ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার এদেশকে একটি ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলেছে। মনে রাখবেন একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন হয়। আর এই উন্নয়নের ফলেই দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, এই চাঁদপুর ও হাইমচরের মানুষ যে বিশ্বাস ও আস্থা নিয়ে আমাকে ভোট দিয়েছে। আমি আপনাদের সে বিশ্বাসের মর্যাদা রাখতে সর্বাত্মক চেষ্টা করেছি। আশাকরি আগামি দিনেও আপনারা আমাকে আপনাদের সেই পবিত্র সমর্থন দিয়ে আপনাদের সেবা করবার সুযোগ করে দিবেন।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, কল্যাণপুর ইউনিয়নের দাসাদী উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল এন্ড কলেজে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, মনোহরখাদীতে ১৪শ’ মিটার নতুন রাস্তার কাজের উদ্বোধন ও আরো ৯০০ মিটার নতুন রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মৈশাদী ইউনিয়নের হামানকর্দীতে ৩২ ফুট সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আশিকাটি ও রামপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এদিন সব মিলিয়ে ৪৮ কোটি ৬৫ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নতুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহীম খলিল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়মী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শামিম খান, মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আশিকাদি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার, খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিনসহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।