চাঁদপুর সরকারি কলেজে সংসদীয় বিতর্কের কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি
গত শনিবার চাঁদপুর সরকারি কলেজে সংসদীয় বিতর্কের উপর একটি কর্মশালার আয়োজন করা হয়। চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে ও চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর ব্যবস্থাপনায় বিতর্ক কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ও সিসিডিএফ’র মডারেটর অধ্যাপক অসিত বরণ দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডা. পীযূষ কান্তি বড়ুয়া এবং চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর সভাপতি ভিভিয়ান ঘোষ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী এবং সহ-সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী।
প্রশিক্ষণে উচ্চারণ, বাচনভঙ্গি, বিতর্কে ভাষাগত ব্যবহারসহ সংসদীয় বিতর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।