চাঁদপুর সরকারি মহিলা কলেজে বেসিক আইসিটি’র ইনহাউজ প্রশিক্ষণ শুরু

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি মহিলা কলেজ সিইডিপি-আইডিজি কম্পিউটার ল্যাবে কলেজের চলমান সিইডিপি উপ-প্রকল্পের আওতায় শিক্ষক ও কর্মচারীবৃন্দের বেসিক আইসিটির উপর প্রশিক্ষণ শুরু হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ, আইডিজি ম্যানেজার ও প্রশিক্ষণ কোর্স পরিচালক প্রফেসর মো. মাসুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রশিক্ষণ কোর্স পরিচালনার অনুমতি প্রদান করায় সিইডিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই প্রশিক্ষণ কোর্সটি অগ্রণী ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও স্টাফদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং শ্রেণিকার্যক্রম পরিচালনা ও অফিস কার্যক্রমে এর প্রতিফলন ঘটবে। ডিজিটাল কন্টেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ফলে শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়বে। ফলশ্রুতিতে কলেজের ফলাফলের উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য, সিইডিপি উপ-প্রকল্পের আওতায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের ২৫ জন শিক্ষক ও স্টাফ বেসিক আইসিটির উপর প্রশিক্ষণ গ্রহণ করছে।
০৪ জানুয়ারি, ২০২৩।