দিনে সড়কের উদ্বোধন, রাতেই নামফলক ভাংচুর
নোমান হোসেন আখন্দ
দিনে সড়কের উদ্বোধন করা হলেও রাতেই সড়কের নামফলক ভাংচুর করেছে দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া গ্রামে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ ও অভিযোগকারী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুক আহম্মেদ জানান, প্রায় ১ কোটি টাকা ব্যয়ে গত সোমবার (৮ মে) দুপুরে কোয়ার সামছুল হক মিয়ার বাড়ি থেকে নুনিয়া সংযোগ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। অথচ সোমবার রাতের যেকোন সময়ে দুর্বৃত্তরা সংসদ সদস্যের নামীয় সড়কের উদ্বোধনকৃত ইটের স্তম্ভকৃত টাইলস খচিত নামফলকটি ভেঙ্গে দুমড়ে-মুছড়ে ফেলে দেয়। ৯ মে সকালে চিতোষী পশ্চিম ইউনিয়নের গ্রাম পুলিশ নিবাস চন্দ্র নুনিয়া গ্রামস্থ মোল্লা বাড়ী প্রাইমারী স্কুলের উত্তর পাশে নুনিয়া টু কোয়ারগামী রাস্তার মাথায় উদ্বোধনকৃত নামফলকটি ভাঙ্গা ও দুমড়ে মুছড়ে পড়ে থাকতে দেখে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদকে বিষয়টি জানায়। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগের ও সংসদ সদস্যর সাথে যোগাযোগ করে শাহরাস্তি মডেল থানায় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জানান, দিনে সড়কের নাম ফলক উদ্বোধন হলেও, রাতেই ভাংচুর করেছে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক, আমরা এর সুষ্ঠু তদন্তসাপেক্ষে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবি করছি।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা জানান, চিতোষী পশ্চিম ইউনিয়নে এধরনের ঘটনা কখনো ঘটেনি। সংসদ সদস্যের নামীয় নাম ফলক ভাঙ্গার দুঃসাহস দুর্বৃত্তদের বৃহৎ পরিকল্পনার অংশ। তাদের আইনের আওতায় এনে দূষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবি করছি।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১০ মে, ২০২৩।