নোমান হোসেন আখন্দ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শাহরাস্তির চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী আরএন্ডএম উচ্চ বিদ্যালয় মিলানায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
একইদিন বিকাল ৪ টায় চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ.এম. শোয়েব দেওয়ানের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, দপ্তর সম্পাদক সফিউল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাধু, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মানিক, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এফ কাদের বাবু, রফিকুল ইসলাম রকি, আলমগীর হায়দার, প্রভাংশু বিমল দাস সুমন, ইসকান্দার মির্জা সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন।
সভায় চিতোষী পূর্ব ইউনিয়নে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য ৬ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। তারা হলেন- চিতোষী পূর্ব ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আবু ইউসুফ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ কামরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল আলম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাড. বেলায়েত হোসেন মিজান ও যুবলীগ নেতা একরাম হোসেন।
চিতোষী পশ্চিম ইউনিয়নে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য ৮ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এইচ.এম শোয়েব দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, জসিম উদ্দিন পাটোয়ারী, সাইফুল ইসলাম মোল্লা, শামসুল হক মিয়াজী শামু, আওয়ামী লীগ নেত্রী রুমা আক্তার ও ছাত্রলীগ নেতা আজিজুর রহমান তৌসিফ।
এদিকে বর্ধিত সভা উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, নিয়ে মিছিল ও স্লোগান নিয়ে অনুষ্ঠানস্থলে জমায়েত হতে থাকে। এ সময় মিছিলে মিছিলে মুখরিত এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর তৃনমূল আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে আসতে ও উজ্জীবিত দেখা গেছে। জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে নিজেদের জনপ্রিয়তা দেখানোর জন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জনসমাগম আয়োজনের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু জানান, তৃণমূল থেকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য যাদের নাম আসে, সংসদ সদস্যের নির্দেশক্রমে, উপজেলা থেকে আমরা জেলায় পাঠাবো। জেলা কমিটি ঐ নামগুলো কেন্দ্রে পাঠাবে। শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে বর্ধিত সভা ২৩ অক্টোবর থেকে আগামি ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।
২৮ অক্টোবর, ২০২১।