স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ১২ লাখ ৬৫ হাজার টাকা চুরির মামলার আসামি বিউটি খাতুনকে (২৫) নগদ ৫ লাখ ৮৫ হাজার টাকাসহ আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৫ মে) রাত ৮টায় গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় মামলার অপর আসামি বিউটি খাতুনের স্বামী হুমায়ুন আহম্মেদ (৩৪) পালিয়ে যান।
পুলিশ জানায়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া মসজিদ পাড়ার হুমায়ুন আহাম্মেদ ও তাহার স্ত্রী বিউটি খাতুন চাঁদপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। তারা সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবদুল লতিফের ছেলে গরু ব্যবসায়ী নজরুলের গরু দেখাশোনা করতেন। গত ১৪ মে হুমায়ুন দম্পতি নজরুলের বাড়িতে বেড়াতে আসে। এদিন ব্যাংক বন্ধ থাকায় নজরুল তার গরু বিক্রির ১২ লাখ ৬৫ হাজার টাকা বসতঘরের কাঠের আলমারির ড্রয়ারে রাখেন।
বিষয়টি হুমায়ুন দম্পতির জানা ছিল। তারা পরদিন ১৫ মে ভোরে নজরুলের অগোচরে তার পুরো টাকা চুরি করে নিয়ে যান। পরে নজরুল চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুরের কোনাবাড়ী থেকে নগদ ৫ লাখ ৮৪ হাজার টাকাসহ বিউটি খাতুনকে গ্রেফতার করে। এসময় তার স্বামী হুমায়ুন পালিয়ে যান।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
২৭ মে, ২০২১।