ছেংগারচর বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হবে: ওসি মোহাম্মদ মিজানুর রহমান


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মতলব উত্তর উপজেলার প্রাণকেন্দ্র ছেংগারচর বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ফলে বাজারের সব প্রবেশ পথ ও বাজার সংশ্লিষ্ট এলাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি দেখে পর্যবেক্ষণ করা যাবে। বাজারটি উপজেলার একটি বৃহত্তর বাণিজ্যিক এলাকা। এখানে প্রতিদিন হাজার মানুষের আগমন ঘটে থাকে। বাজারে চুরির ঘটনা, চাঁদাবাজি, স্কুুলের ছেলে-মেয়েদের ঝুঁকিমুক্ত রাখা, মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, অপরাধী চক্রের সনাক্তকরণসহ এলাকার সার্বিক অবস্থা অবলোকন, পর্যবেক্ষণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাজার বণিক সমবায় সমিতি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
সামগ্রিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। গত রোববার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনের মাঠে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সদস্য নাজমুল খানের পরিচালনায় বণিক সমিতির সদস্য, ব্যবসায়ী ও ভিটি মালিকদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আরো বলেন, বাজারের নিরাপত্তার জন্য আমাদের সকলে সহযোগিতা করতে হবে। তাহলে চুরি, ডাকাতি, মদ, জুয়া খেলাসহ সব ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে। আমরা সবাই এক সাথে কাজ করলে আর অপরাধ থাকবে না। ছেংগারচর বাজারকে সুরক্ষিত রাখতে রাত্রীকালিন নাইট গার্ড নিয়োগ এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। নাইট গার্ডদের প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ এবং বাজারে ব্যবসায়ীরা নিয়মিত মাসিক ভাতা দিচ্ছে কি না সে বিষয়ে খোঁজ-খবর নেয়াসহ উপস্থিত ব্যবসায়ীদের প্রতি মাসের ৫ তারিখে তা পরিশোধ করতে আহ্বান জানান।
তিনি আরো বলেন, রাস্তার যানজট নিরসনে নিজেদের সচেতন হতে হবে। অপরাধ করলে কেউ পার পাবে না। সন্ত্রাসীরা যে’ই হোক শাস্তি পেতেই হবে। পুলিশ আপনাদের পাশে রয়েছে। পুলিশকে একটু সহযোগিতা করুন। আপনারা পুলিশকে যেকোনো প্রয়োজনে জানালে পুলিশ আপনাদের দোরগোঁড়ায় হাজির হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন প্রবীণ ব্যবসায়ী আলহাজ অলিউল্লাহ সরকার, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির অন্তর্বতীকালিন কমিটির সভাপতি আলহাজ আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইবনাল মঈন আহমে রিপন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সম্পাদক মো. নাছির উদ্দিন ফরাজী, ব্যবসায়ী মো. শরীফ দর্জি, আলহাজ শেখ ফরিদ বেপারী, মনির উদ্দিন সরকার, শেখ সাদী ঢালী, কমিটির সদস্য মনিরুল ইসলাম, ইব্রাহিম লস্কর, সাইফুল ইসলাম দর্জি, নাজিম উদ্দিন, ডা. মজিবুর রহমান প্রমুখ।