নোমান হোসেন আখন্দ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ আসর উঘারিয়া মোল্লার দজ্জা সিএনজি স্টেশন সংলগ্ন জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়।
চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম শোয়েব দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা রফিক আহম্মেদ ভূঁইয়া, ৯নং ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহাজান পাটোয়ারী, ৬নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান মাস্টার, ৩নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ টিটু, আওয়ামী লীগ নেতা মনির মোল্লা, আবুল কাশেম মেম্বার, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম পাটোয়ারী, সম্মানিত সদস্য মান্নান মোল্লা, আরিফ হোসেন, মাঈনুদ্দিন, মেহেদী হাসান, শরীফ হোসেন, শাহাদাত হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল বাহার, নজরুল ইসলাম মিন্টু, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোহেল রানা প্রমুখ।
সভায় চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ দৃঢ়কণ্ঠে অভিপ্রায় ব্যক্ত করে বলেন, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম যতদিন বেঁচে থাকবেন ইউপি যুবলীগ নেতৃবৃন্দ তার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া করা হয়। এছাড়া তার সহধর্মিণী প্রয়াত রুবি ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
১৮ আগস্ট, ২০২১।