জেলা আ.লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে ১৯৮১ সালে ১৭ মে এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে, স্বদেশ প্রত্যাবর্তন করেন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁরই নেতৃত্বে আজ দেশের উন্নয়নে ধারা সবস্থানে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ধারা ব্যহত করার জন্য কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের মধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিহত করতে হবে। আর বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় অব্যাহত রাখতে কাজ করতে হবে।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আ. রব ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক আহছান উল্লাহ আখন্দ, দপ্তর বিষয়ক সম্পাদক শাহ আলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. মুজিবুর রহমান হিরন, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল মঞ্জু মাঝি, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাবর, আবু পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অহিদুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাও. আ. কাদের, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ. মালেক দেওয়ান, মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ মোল্লা, সজিব পাটওয়ারী, উপম পাটওয়ারীসহ আরো অনেকে।

১৮ মে, ২০২২।